Daily Ittefaq
Quest Ventures’ James Tan unveiled book on Bangladesh startups co-authored by Quest Ventures’ mentor Shameem Ahsan.
“পেগাসাস টেক ভেঞ্চারস এর জেনারেল পার্টনার ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আনিস উজ্জামান এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব) ও ইজেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান লিখিত স্টার্টআপ বিষয়ক বই ‘স্টার্টআপ কিংডম’ এর উন্মোচন করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২০) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। গাইড লাইনমূলক বইটিতে ছয়টি অধ্যায়ে প্রচুর রিসোর্স রয়েছে, যা স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের সম্ভাব্য বাজারগুলোতে তার ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে সুযোগ করে দেবে।
বইটির উন্মোচন করেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় উপস্থিত ছিলেন কুয়েস্ট ভেঞ্চারস এর ব্যবস্থাপনা অংশীদার জেমস টান, ডেফটা পার্টনারস এর প্রিন্সিপাল মাসা ইসোনো, উইমেন ইন টেক এশিয়ার প্রতিষ্ঠাতা জেনি রিসকু, ওপেনস্পেস ভেঞ্চারস এর পরিচালক ইয়ান সিকোরা, আইআইএম এর গভর্নেন্স বোর্ড সদস্য ড. সৌগত রায়, আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার প্রমুখ।”